𝐘𝐨𝐮𝐭𝐡 𝐋𝐞𝐚𝐝𝐞𝐫𝐬𝐡𝐢𝐩 𝐁𝐨𝐨𝐭𝐜𝐚𝐦𝐩 𝟐𝟎𝟐𝟓 প্রথম দিনের এডভেঞ্চার
Blog Details
মার্চ 15, 2025
𝐘𝐨𝐮𝐭𝐡 𝐋𝐞𝐚𝐝𝐞𝐫𝐬𝐡𝐢𝐩 𝐁𝐨𝐨𝐭𝐜𝐚𝐦𝐩 𝟐𝟎𝟐𝟓, এর লক্ষ্য প্রতিটি Participant এর মাইন্ডসেট, লিডারশীপ এবং একুশ শতকের আরো প্রয়োজনীয় স্কিলস গুলোকে ডেভেলপ করা।
ক্যাম্প এর শুরুতেই 𝐑𝐞𝐯𝐞𝐚𝐥𝐢𝐧𝐠 𝐇𝐚𝐩𝐩𝐢𝐧𝐞𝐬𝐬 নিয়ে ক্যাম্প কে উজ্জীবিত করতে আসেন আমাদের কোচ,
Ejaj ur Rahaman Shajal
Deputy Director Of HRDI
সেশনের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে শুরু হয় প্রথম দিনের যাত্রা।
পরবর্তীতে আসে 𝐄𝐦𝐩𝐚𝐭𝐡𝐲 𝐀𝐜𝐭𝐢𝐯𝐢𝐭𝐲. কিভাবে সামনের মানুষটিকে আরো বেশি করে অনুভব করা যায় তাই ছিলো মূলত এই অ্যাক্টিভিটির মূল উদ্দেশ্য।
১ম দিন ক্যাম্পের 𝐎𝐥𝐲𝐦𝐩𝐢𝐜 পার্টে বিভিন্ন ধরনের স্পোর্টস ছিল। যেখানে মূলত 𝐓𝐞𝐚𝐦 𝐖𝐨𝐫𝐤, 𝐆𝐫𝐨𝐰𝐭𝐡 𝐌𝐢𝐧𝐝𝐬𝐞𝐭, 𝐑𝐞𝐬𝐢𝐥𝐢𝐞𝐧𝐜𝐞 এবং অন্যান্য Soft Skill Practice ছিলো প্রধান উদ্দেশ্য।
সারাদিনের কষ্ট এবং লার্নিং শেষ হয় একটি লাইভ বারবিকিউয়ের হুল্লোড়ে। শুধু খাওয়াদাওয়া নয়, সবাই মিলে আড্ডা, হাসাহাসি, হুল্লোড়—সবকিছু মিলেই মনে এনে দেয় একটুখানি শান্তি আর খুশির পরশ।
খুব সীমিত রিসোর্স দিয়েই তাঁবুতে রাত কাটানো। এই নতুন ধরনের অভিজ্ঞতা সম্পূর্ণটাই শিক্ষাপূর্ণ এবং মনের ভেতর সাহসের এক ছবি আঁকে।
আমরা সকলেই লিডার। কিন্তু লিডার হওয়ার জন্য যে 𝐓𝐫𝐚𝐧𝐬𝐟𝐨𝐫𝐦𝐚𝐭𝐢𝐨𝐧 প্রয়োজন তা অনেক সময়েই আমাদের মাঝে সঠিক ভাবে হয়ে উঠে না। প্রতিটি Participant - এর মাঝে এই 𝐓𝐫𝐚𝐧𝐬𝐟𝐨𝐫𝐦𝐚𝐭𝐢𝐨𝐧 কে ফুটিয়ে তোলাই 𝐘𝐨𝐮𝐭𝐡 𝐋𝐞𝐚𝐝𝐞𝐫𝐬𝐡𝐢𝐩 𝐁𝐨𝐨𝐭𝐜𝐚𝐦𝐩 এর মূল উদ্দেশ্য।